এই সোসাইটির আমার কাছে ক্ষমা চাওয়া উচিত: প্রভা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬:২৮ পূর্বাহ্ন, ৩রা এপ্রিল ২০২৩


এই সোসাইটির আমার কাছে ক্ষমা চাওয়া উচিত: প্রভা
সাদিয়া জাহান প্রভা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বরাবরই কাজের বাইরে ব্যক্তি জীবন নিয়ে শিরোনাম হয়েছেন তিনি।  সম্প্রতি একটি লিগ্যাল নোটিশের কারণে ফের আলোচনায় এসেছেন তিনি।


শনিবার (১ এপ্রিল) অভিনয়শিল্পী সংঘ আয়োজিত এক প্রেস কনফারেন্সে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন প্রভা। এ ময় তিনি লিগ্যাল নোটিশের জন্য ক্ষমা চাওয়া প্রসঙ্গে বলেন, এই সোসাইটির আমার কাছে ক্ষমা চাওয়া উচিত


প্রভা বলেন, ‘এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি গ্রেটফুল অ্যাসোসিয়েশনের কাছে।’


তিনি আরও বলেন, ‘ছোটবেলায় পড়ে গিয়ে ব্যথা পেলে ভয় পেতাম, কারণ আম্মু জানলে বকা দেবে। এখন ফিজিক্যালি অ্যাবিউজড হলেও হজম করে ফেলি, কারণ তার চেয়ে বড় ভয় হয় যদি জার্নালিস্ট জানতে পারে- তাহলে কী হবে!’


প্রভা বলেন, ‘কিছুদিন আগে আমি জানিয়েছি- আমার সঙ্গে কথা ছাড়াই নিউজ না করতে । আমরাও তো চেষ্টা করি ধর্মীয় রীতি পালন করতে। যেমন রোজার সময় আমাদের মন নরম থাকে। সেই সময় প্রত্যেকেরই উচিত কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাওয়া। সেই সময় আমি এটা নিয়ে গুছিয়ে একটি স্ট্যাটাস দিই ক্ষমা চেয়ে। এর পরই আমার কানে আসে- নিউজ হয়ে গেছে, 'অবশেষে সবার কাছে ক্ষমা চাইলেন প্রভা'। আমি কেন ক্ষমা চাইতে যাব? ক্ষমা তো এই সোসাইটির আমার কাছে চাওয়া উচিত বলে আমি মনে করি।’