অভিনয়ে কাঁচা বাদামের সেই ভুবন


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০:২০ অপরাহ্ন, ৩রা এপ্রিল ২০২৩


অভিনয়ে কাঁচা বাদামের সেই ভুবন
ভুবন বাদ্যকর

এবার অভিনয়ে নাম লেখালেন কাঁচা বাদামের সেই ভুবন বাদ্যকর।  নিজের এই নতুন ইনিংস নিয়ে অনেক উচ্ছ্বসিত ভুবন বাদ্যকর। 


সম্প্রতি এক গণমাধ্যমেকে তিনি জানান, ‘দুই তিন মাস আগে শ্যুটিং করেছেন তিনি। সিরিয়ালে তাকে মেয়ের বাবার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। প্রেম করে বিয়ে করতে চায় মেয়ে, কিন্তু বাবা সেখানে বাঁধা দেবেন।’


তিনি আরও জানাম্ন,   ‘আর এ নিয়েই গল্প এগুবে। সিরিয়ালে অভিনয় করে পরিশ্রমিক হিসেবে চল্লিশ হাজার টাকাও পেয়েছেন তিনি।’


ভুবন বাদ্যকর  বলেন, ‘মানুষের আর্শীবাদেই আমার গান সবার মন ছুঁয়েছে। আমি সবার সামনে গান গাইবার সুযোগ পেয়েছি, আগামী দিনে অভিনয়ে সুযোগ এলে নিশ্চয় অভিনয় করব’।