সবুজবাগে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল চালকের


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১০:৩৩ অপরাহ্ন, ৩রা এপ্রিল ২০২৩


সবুজবাগে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল চালকের
সবুজবাগ থানা। ফাইল ছবি

রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় ট্রাকের ধাক্কায় রিপন (৩৫) নামে এক বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে।


সোমবার (৩ এপ্রিল) এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।


সবুজবাগ থানার এসআই সবুজার বলেন, বাইসাইকেল চালিয়ে কমলাপুরের দিকে যাচ্ছিলেন। বাসাবো মসজিদগলি এলাকায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় রিপন গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।


তিনি আরও বলেন, আমরা এখনো ওই ট্রাকটিকে শনাক্ত করতে পারিনি। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে।