ঐশীর আংটিবদল


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:৪৫ অপরাহ্ন, ৩রা এপ্রিল ২০২৩


ঐশীর আংটিবদল
ঐশী ও জিলানি (ডান থেকে)

আংটিবদল করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ঐশী।  হবু বর আরেফিন জিলানী  নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে চাকরি করছেন একটি ঔষধ কোম্পানিতে। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন। ঈদের পর এই জুটির বিয়ে সম্পন্ন হবে বলে জানা গেছে।


রবিবার (২ এপ্রিল) রাতে আরেফিন জিলানীর সঙ্গে  ঐশীর আংটিবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।


সেই আংটি বদলের ছবি ফেসবুকে ঐশী নিজেই শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন , ‘বারাকাল্লাহু ফিকুম’। 


একই ছবি পাত্র আরেফিনও শেয়ার করে একই ক্যাপশন লিখেছেন।  ছবির সূত্র ধরে ঐশীর মা ঐশীর মা নাসিমা মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আংটিবদলের আনুষ্ঠানিকতার কথা নিশ্চিত করেন বিষয়টি। 


তিনি বলেন, ঐশী ও জিলানির পরিচয় আড়াই বছরের। দুজনার পছন্দ ছিলো। রবিবার রাতে হুট করে রাতে ছেলের মা এসে আংটি পরিয়ে যান। পরের আনুষ্ঠানিকতাগুলো আমরা পরিকল্পনা করে সবাইকে জানিয়ে করবো। সবার কাছে ওদের নতুন জীবনের জন্য দোয়া চাই। ঈদের পর ওদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব।’