কারামুক্ত হয়েছেন সাংবাদিক শামসুজ্জামান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:০৫ পূর্বাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৩


কারামুক্ত হয়েছেন সাংবাদিক শামসুজ্জামান
কারাগার থেকে বের হয়েছেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস। ছবি: জনবাণী

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস।


সোমবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টা ২২ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।


কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, আদালত থেকে জামিনের নথি অফিসিয়ালি আমাদের কাছে পৌঁছেছে। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে তিনি কারাগার থেকে বের হয়েছেন।


এর দুপুরে শামসুজ্জামানকে ২০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত।