আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্য‌মে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের সংবাদ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৩


আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্য‌মে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের সংবাদ
ছবি: সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজার কাপড়ের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।


মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ছয়টা ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর থেকে প্রায় ৭ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 


ভয়াবহ এই আগুন লাগার খবর রয়টার্স, এপি, আলজাজিরা, দ্য গার্ডিয়ান ও সিজিটিএন, ডেকান হেরাল্ড, আল আরাবিয়া নিউজ, আরব নিউজ, হিন্দুস্তান টাইমস-সহ প্রধান প্রধান আন্তর্জাতিক সংবাদসংস্থা ও সংবাদমাধ্যমে এসেছে।


রাজধানী ঢাকার বঙ্গবাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের খবর এসব মিডিয়া ছাড়াও বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে। দুর্ঘটনার পর থেকেই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ ঘটনার তাৎক্ষণিক খবরও প্রচার করা হয়।