এখনো নিয়ন্ত্রণে আসেনি এনেক্সকো টাওয়ারের আগুন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৩


এখনো নিয়ন্ত্রণে আসেনি এনেক্সকো টাওয়ারের আগুন
এনেক্সকো টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আসেনি। ছবি: সংগৃহীত

বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের বেশ কয়েকটি ভবনে। মার্কেটের পাশেই থাকা এনেক্সকো ভবন এখনো আগুনে পুড়ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 


প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদেরকে বলছেন, বেলা ১২টার দিকে আগুনের তীব্রতা কিছুটা কমলেও কিছুক্ষণের মধ্যেই আবারও বেড়ে যায়। আগুন শুরুতে বঙ্গবাজার মার্কেটে লাগলেও বর্তমানে এনেক্সকো টাওয়ারের পেছনের অংশে আগুন জ্বলছে। 


দোকানিদের অভিযোগ, শুরুতে এনেক্সকো টাওয়ারকে গুরুত্ব দেয়নি ফায়ারকর্মীরা। তারা পুলিশ হেডকোয়ার্টার বাঁচাতে তৎপর। এই সময়ে বঙ্গবাজার মার্কেট থেকে আগুন এনেক্সকো টাওয়ারের পেছনের দিকে ছড়িয়ে পড়ে।


এদিকে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিসকে কোনো দোষ দিয়ে লাভ নেই। আমরা আমাদের মতো কাজ করছি। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরে কিছুটা বেড়েছে। তবে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আছে।