চাঁদপুরে ১মাসে ৬০০ জেলেসহ ৬ কোটি টাকার কারেন্টজাল জব্দ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:১২ পূর্বাহ্ন, ৫ই এপ্রিল ২০২৩


চাঁদপুরে ১মাসে ৬০০ জেলেসহ ৬ কোটি টাকার কারেন্টজাল জব্দ
ছবি: জনবাণী

চাঁদপুরে জাটকা রক্ষায় নৌ-পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা-মেঘনায় পাঁচটি স্পিড বোটে নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে ছয়টি ইউনিটের অর্ধশতাধিক পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করা হয়।


এ সময় ৪২ জন জেলেসহ এক কোটি মিটার কারেন্টজাল, ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। এছাড়া চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের সিলারচর এলাকায় একটি অস্থায়ী মৎস্য আড়ত উচ্ছেদ করা হয়। এই অভিযানে ৯টি মৎস্য আইনে মামলা দায়ের হয়েছে।


এ সময় নৌ-পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, ‘চাঁদপুরের পদ্মা-মেঘনায় মার্চ এপ্রিল মাসজুড়ে নৌ-পুলিশ অভিযান পরিচালনা করছে। অভিযানে নৌ-সীমানার বিভিন্ন স্থান থেকে গত একমাসে ৬০০ জন জেলেকে আটক করা হয়েছে। এসময় ৬ কোটি মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ৮০টি মামলায় ৩০টির মতো মোবাইল কোর্ট পরিচালনা করে জেলেদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।