আগুনের কারণ খুঁজতে ৮ সদস্যের তদন্ত কমিটি ডিএসসিসির
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫৩ পূর্বাহ্ন, ৫ই এপ্রিল ২০২৩
বঙ্গবাজারে আগুনের কারণ খুঁজে বের করা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আগামী তিন দিনের মধ্যে কারণ অনুসন্ধান করে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) ডিএসসিসি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবাজারে সংগঠিত অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আট সদস্যের তদন্ত কমিটিতে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক এবং প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়াও দক্ষিণ সিটির ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত আসন-৫ এর কাউন্সিলর, প্রধান রাজস্ব কর্মকর্তা, সম্পত্তি কর্মকর্তা, জেলা প্রশাসকের একজন প্রতিনিধি এবং পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে এ কমিটিতে সদস্য করা হয়েছে।
এর বাইরে ফায়ার সার্ভিস ও পুলিশের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।