ভাঙ্গা-মাওয়ায় নিয়মিত ট্রেন চলবে কবে, জানালেন রেলমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:১৪ পূর্বাহ্ন, ৫ই এপ্রিল ২০২৩


ভাঙ্গা-মাওয়ায় নিয়মিত ট্রেন চলবে কবে, জানালেন রেলমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী সেপ্টেম্বর মাস থেকে ভাঙ্গা-মাওয়ায় নিয়মিত ট্রেন চলবে।


মঙ্গলবার (৪ এপ্রিল) স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালুর সময় সাংবাদিকদের এসব বলেন তিনি।


এদিন দুপুরে ভাঙ্গা রেলস্টেশন থেকে ১টা ১৮ মিনিটের সময় ট্রেনটি ছেড়ে যায়। এরপর বেলা ৩টা ২০ মিনিটে পদ্মা সেতু পার হয়ে মাওয়া রেলস্টেশনে পৌঁছায়।


মাওয়া রেলস্টেশনে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রেলমন্ত্রী। তিনি বলেন, পদ্মা সেতুর উপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচলের উদ্বোধন করা হলো। আজ পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চলাচলে পদ্মা সেতুর পুর্ণাঙ্গতা পেল। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে কাজ করতে হবে। দক্ষিণবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ এখন সময়ের ব্যাপার মাত্র।


এর আগে গেল বছরের২৫ জুন গাড়ি চলাচলের জন্য স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাড়ে ৯ মাস পর আজ বেলা সোয়া ১টার দিকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে পদ্মা সেতুতে ট্রেন চলাচল করেছে।