বঙ্গবাজারে আগুন: এখনো পানি ছেটানো হচ্ছে এনেক্সকো টাওয়ারে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:৪৬ অপরাহ্ন, ৫ই এপ্রিল ২০২৩


বঙ্গবাজারে আগুন: এখনো পানি ছেটানো হচ্ছে এনেক্সকো টাওয়ারে
ছবি: সংগৃহীত

বঙ্গবাজারে আগুন লাগার  ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এনেক্সকো টাওয়ারের ৫ম ও উপরের তলায় পানি ছেটানো অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস।  যদিও আগুন লাগার  ৬ ঘণ্টা পর দুপুরের দিকে নিয়ন্ত্রণের কথা জানায় ফায়ার সার্ভিস।


তবে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, ভেতরে যেহেতু কাপড়ের গোডাউন রয়েছে, সেহেতু সেখান থেকে ধোঁয়া বের হতে দেখে পানি ছিটানো হচ্ছে।


বুধবার (৫ এপ্রিল) সকালে বঙ্গবাজার এনেক্সকো টাওয়ারের সামনে গিয়ে দেখা যায়, পূর্ব দিকের ৫ তলায় এবং দক্ষিণ-পশ্চিম কোণের ৪র্থ তলায় ফায়ার সার্ভিসের আলাদা দুইটি বিশেষ গাড়ির মাধ্যমে পানি ছিটানো হচ্ছে।


এনেক্সকো টাওয়ারের ইমরান গার্মেন্টসের কর্মী হাবিবুর রহমান জানান, উপরে শুধু কাপড়ের দোকান। সেখানে কাপড়ের গোডাউন থাকায় অনবরত ধোঁয়া বের হচ্ছিল। এছাড়া অবশিষ্ট মালামালের যেন ক্ষতি কম হয় তাই পানি ছেটাচ্ছে ফায়ার সার্ভিস। আর এর মধ্যেই আমাদের মতো দোকানগুলোর লোকজন মালামাল বের করার চেষ্টা করছে।