আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ফের প্রথম হলেন তাকরিম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:১৬ অপরাহ্ন, ৫ই এপ্রিল ২০২৩


আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ফের প্রথম হলেন তাকরিম
পুরস্কার গ্রহণ করছেন হাফেজ সালেহ আহমদ তাকরীম

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ফের প্রথম হয়েছে বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম। এবার ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন  প্রতিযোগীতায় ১৫ বছর বয়সী তাকরীম ভিনদেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। 


প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ইথিওপিয়ার আব্বাস হাদি ও তৃতীয় স্থান অধিকার করেছেন সৌদি আরবের খালিদ সুলাইমান।


দুবাই ইন্টারন্যাশনাল সিটি জামে মসজিদের খতিব আলহাজ্ব ডক্টর মাওলানা আব্দুস সালাম গনমাধ্যমকে জানান, এই অর্জন শুধু তাকরিমের নয়, এই বিজয় বাংলাদেশের, সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশি কমিটির।


তিনি আরও জানান, হাফেজ তাকরিম প্রবাসে আমাদের মুখ উজ্জ্বল করেছে। তাই প্রবাসীদের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ বিশ্ব বিজয়ী হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হোক। 


এর আগেও এই প্রতিযোগীতায় বাংলাদেশি হাফেজ প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছিলেন। হাফেজ তাকরীমের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। । তার বাবা হাফেজ আবদুর রহমান একজন মাদরাসা শিক্ষক ও মা গৃহিণী। মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের ছাত্র তিনি।