বঙ্গবাজারে আগুন: পোড়াস্তূপ থেকে কাপড় সংগ্রহ করছেন ছিন্নমূলরা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:৫৫ অপরাহ্ন, ৫ই এপ্রিল ২০২৩


বঙ্গবাজারে আগুন: পোড়াস্তূপ থেকে কাপড় সংগ্রহ করছেন ছিন্নমূলরা
ছবি: সংগৃহীত

এখন সারাদিন জমজমাট থাকার কথা ছিলো বঙ্গবাজার কাপড়ের মার্কেটের। কিন্তু গতকালের আগুনে নিমেশেই সব শেষ। পুড়ে গেছে সাতটি মার্কেট।


কিছু মালামাল বের করতে পারলেও পুড়ে গেছে বেশিরভাগ। 


এদিকে সরেজমিনে সকালে মার্কেটে গিয়ে দেখা গেলো রাস্তার ওপর পড়ে থাকা পোড়াস্তূপেই ভালো কাপড় খুঁজে বেড়াচ্ছেন ছিন্নমূল মানুষেরা।  


দেখা যায়, বঙ্গ ইসলামীয়া মার্কেট ও বঙ্গ হোমিও কমপ্লেক্সের সামনে রাস্তায় পড়ে আছে পোড়া জামাকাপড়। পানিতে ভেজা সেসব জামাকাপড়ের মধ্যে রয়েছে কিছু ভালো পোশাকও। সেগুলোই খুঁজে বেড়াচ্ছেন ছিন্নমূলরা।


পুরান ঢাকার আগামাসি লেন থেকে আসা সালমা আক্তার বলেন, পোড়া জামাকাপড় থেকে ভালো কাপড় খুঁজছি। এগুলো দিয়ে ঘরের পর্দা বানাবো।


এদিকে বঙ্গবাজারে লাগা আগুন প্রায় নিভে এলেও এখনো এনেক্সকো টাওয়ারে আগুন থাকার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। তারা এনেক্সকো টাওয়ারসহ পুরো এলাকায় ডাম্পিং ডাউনের (সম্পূর্ণ নির্বাপন) কাজ করছেন।


সকাল ১০টায় এনেক্সকো টাওয়ারের পঞ্চম তলায় পানি ছিটাতে দেখা যায় ফায়ার সার্ভিস কর্মীদের। পাশাপাশি ওই মার্কেটের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তলা থেকে ব্যাপক ধোঁয়া বের হতে দেখা যায়।