সাকিবের পর মুশফিকের ফিফটি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ৫ই এপ্রিল ২০২৩

মিরপুরে দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি। তবে চতুর্থ উইকেট জুটিতে দুর্দান্ত খেলে যাচ্ছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ইতিমধ্যে ফিফটি তুলে নিয়েছেন দুজনই।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ১৬৭ রান। এখন ৭২ রানে সাকিব ও ৫২ রানে মুশফিক অপরাজিত রয়েছেন।
তাইজুল ইসলামের ঘূর্ণিতে প্রথম দিনের খেলায় ২১৪ রানেই অলআউট হয়ে যায় সফররত আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে শেষ বিকেলে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা।
প্রথম ওভারেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। আর দিনের শেষ বলে আউট হয়েছেন তামিম ইকবাল খান।
অপরাজিত ব্যাটার মুমিনুল হকআজ ব্যাট করতে নামেন আগের দিনের। সঙ্গী হিসেবে সাকিবকে পান তিনি। দিনের শুরুটাই ভালো হলো না বাংলাদেশের। মার্ক আদায়েরের বলে ব্যক্তিগত ১৭ রানে সাজঘরে ফেরেন মুমিনুল।
তবে চতুর্থ উইকেট জুটিতে দারুণ খেলে যাচ্ছেন সাকিব-মুশফিক। এখন পর্যন্ত অপ্রতিরোধ্য ৯৫ রানের জুটি গড়েছেন তারা।