তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকিয়া আফজালের মৃত্যু


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১১:০৭ পিএম, ৫ই এপ্রিল ২০২৩


তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকিয়া আফজালের মৃত্যু
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান। ফাইল ছবি

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।


বুধবার (৫ এপ্রিল) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান তিনি। 


রোকিয়া আফজাল রহমান দ্য ডেইলি স্টারের মালিকানাধীন মিডিয়াওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারপারসন ছিলেন। তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে ডেইলি স্টার অনলাইন।


তিনি ২ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত রোকিয়া আফজাল রহমান মিডিয়া স্টারের শেয়ারহোল্ডার পরিচালক এবং এবিসি রেডিওর শেয়ারহোল্ডার পরিচালক ছিলেন।


আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে।