বঙ্গবাজারে অগ্নিকাণ্ড

আজও কোথাও কোথাও উঠছে ধোঁয়া


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১১:১৬ অপরাহ্ন, ৫ই এপ্রিল ২০২৩


আজও কোথাও কোথাও উঠছে ধোঁয়া
আজও বঙ্গবাজারের বেশ কিছু স্থান থেকে বের হচ্ছে ধোয়া। ছবি: জনবাণী

আনুষ্ঠানিকভাবে বঙ্গবাজার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো কোথাও কোথাও জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া। তা নিভাতে পানি ছিটাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরাও। 


বুধবার (৫ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেটে গিয়ে এ চিত্র দেখা গেছে।


আজও কোথাও কোথাও আগুন জ্বলছে। একাধিক স্থানে উঠেছে ধোঁয়া। ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে। জীবনের শেষ সম্বল হারানো হাজারো ব্যবসায়ীরা ঘুরে ঘুরে তা দেখছেন আর স্মৃতিচারণ করছেন।


এর আগে মঙ্গলবার সকাল ৬ টার দিকে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণের কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আগুন নেভাতে সকাল থেকে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট।


উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের একাধিক সদস্য আহত হয়েছেন। মার্কেটের অধিকাংশ দোকানের মালামাল পুড়ে গেছে। ঈদ ঘিরে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। 


ব্যবসায়ীদের অনেকে জানিয়েছেন, তারা ঈদ সামনে রেখে ঋণ ও ধারদেনা করে দোকানে নতুন মালামাল তুলেছিলেন।