কিছু স্থানে আগুন জ্বললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ৫ই এপ্রিল ২০২৩


কিছু স্থানে আগুন জ্বললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
বঙ্গবাজারে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেছেন, আগুন লাগার ২৯ ঘণ্টারও বেশি পার হয়েছে। এখনও জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া। তবে তা নিয়ন্ত্রণে রয়েছে।


বুধবার (৫ এপ্রিল) সকালে ঘটস্থলে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদেরকে এ কথা বলেন তিনি। 


তিনি বলেন, মঙ্গলবার সারাদিন, সারারাত আমরা কাজ করেছি। এখনও প্রত্যেকটি পয়েন্টে আমাদের ফায়ার ফাইটাররা কাজ করছে। আগুন এখনও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।


তিনি আরও বলেন, এতো পরিমাণ বেশি পরিমাণ মালামাল গাদাগাদি করে রাখা যে সেগুলো বের করতে কষ্ট হচ্ছে। অনেক কর্মী ক্লান্ত হয়ে পড়ছেন।


তিনি বলেছেন, এনেক্সকো টাওয়ারের মালামাল সরানো হচ্ছে। এখনও মাঝে মাঝে কোথাও কোথাও দেখা যাচ্ছে আগুন। মালামাল রাখার কোনো ব্যবস্থাও নেই। ফলে কিছুটা বেগ পেতে হচ্ছে।


আহত সদস্যদের বিষয়ে তিনি বলেন, আমাদের আটজন সদস্য আহত হন। তাদের দুইজন এখনও শঙ্কা মুক্ত নয়।