বঙ্গবাজারে নতুন করে মার্কেট নির্মিত হবে: তাপস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৩২ পূর্বাহ্ন, ৬ই এপ্রিল ২০২৩


বঙ্গবাজারে নতুন করে মার্কেট নির্মিত হবে: তাপস
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বঙ্গবাজারে নতুন করে পাইকারি মার্কেট নির্মাণ করা হবে।


বুধবার (৫ এপ্রিল) ‘গোড়ান খেলার মাঠ’র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।


তাপস বলেন, আমরা বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের নিয়ে বসব। তারা কী চায়, তা জানব। প্রধানমন্ত্রীকেও আমরা ভবনের নকশাটি দেখাব। এটা পাইকারি মার্কেট ছিল। সে কারণে আমরা এটাকে পাইকারি মার্কেট হিসেবেই তৈরি করব।


মেয়র বলেন, আমাদের সেখানে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা ছিল। মামলার কারণে সেটা বাস্তবায়ন হয়নি। ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখন বিপর্যয়ের মধ্যে আছেন। কিছুদিন সময় দিতে হবে। তারা যাতে আবার ঘুরে দাঁড়াতে পারেন, তাদের অনুদান দিয়ে আমরা সেটা নিশ্চিত করব। 


এই অগ্নিকাণ্ড কোনো ধরনের পরিকল্পিত নাশকতা কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, এখন পর্যন্ত এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তারপরও আগুন কোথায় থেকে লেগেছে এবং কীভাবে হয়েছে তা তদন্তেই বেরিয়ে আসবে।