ববির গল্পে সিনেমা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২:৫০ পূর্বাহ্ন, ৬ই এপ্রিল ২০২৩
ঢাকাই ছবির লাস্যময়ী ও আবেদনময়ী অভিনেত্রী ইয়ামিন হক ববি। এবার নতুন পরিচয়ে পর্দায় আসছেন তিনি। জানা গেছে, ববির গল্পে নির্মাণ করা হচ্ছে ‘মাস্টারমাইন্ড’ নামের একটি সিনেমা। এটি নির্মাণ করবেন সৈকত নাসির।
ববি গণমাধ্যমকে জানান , এই সিনেমার গল্প ও কনসেপ্ট তার নিজের। করোনার সময়ে ঘরবন্দি থাকা অবস্থায় কিছু গল্প ও কনসেপ্ট তৈরি করেছিলেন ববি। এরমধ্যে বাবা-মেয়ে আর স্বামী-স্ত্রীর থ্রিলিং কিছু ঘটনা নিয়ে গল্প সাজিয়েছেন এই নায়িকা।
গল্পটা তার দেখা নয়, ইমাজিনেশন থেকে সৃষ্টি। সেই গল্পের সূত্র ধরে চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু।
কর্পোরেট কালচার এবং আন্ডারওয়ার্ল্ড নিয়েই সিনেমাটির গল্প সাজানো হয়েছে। এটি তাকে ঘিরে একদমই নয় বলে জানান ববি। নির্মাতা নাসির জানান, ‘মাস্টারমাইন্ড’ পুরোপুরি অ্যাকশন থ্রিলার গল্প। শুটিং প্ল্যান দুবাই, রামুজি ফিল্ম সিটি এবং বাংলাদেশ।