বিএডিসি’র মাধ্যমে রাশিয়ায় আলু রফতানির সমঝোতা চুক্তি স্বাক্ষরিত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৭ পূর্বাহ্ন, ৬ই এপ্রিল ২০২৩


বিএডিসি’র মাধ্যমে রাশিয়ায় আলু রফতানির সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
বিএডিসি’র মাধ্যমে রাশিয়ায় আলু রফতানির সমঝোতা চুক্তি সই হচ্ছে

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং ন্যাশনাল গ্রুপ (এনজিআরইউ), রাশিয়া এর মধ্যে আলু রফতানির বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।


মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদুত আলেক্সান্ডার মান্টিটাস্কি, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, বিএডিসি’র চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি । এ ছাড়া রাশিয়ার আমদানিকারক প্রতিষ্ঠান নেরুর চেয়ারম্যান আবদুস সাত্তার মিয়াসহ প্রতিনিধিগণ এবং বিএডিসি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সমঝোতা স্মারকে বিএডিসি’র পক্ষে স্বাক্ষর করেন বিএডিসি’র চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি এবং এনজিআরইউ’র পক্ষে স্বাক্ষর করেন আবদুস সাত্তার মিয়া।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কৃষিমন্ত্রী, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত, কৃষিসচিব, বিএডিসি’র চেয়ারম্যানসহ অন্যান্য বক্তাগণ তুলে ধরেন, কৃষি উন্নয়নের ক্ষেত্রে বিএডিসি’র ভূমিকা অগ্রগণ্য। বিএডিসি’র প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন সময়ে মানসম্পন্ন ও উচ্চ ফলনশীল বীজ কৃষকদের নিকট যথাসময়ে পৌঁছে দেয়ার কাজটি সম্পাদন করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় সম্প্রতি বিএডিসি’র মাধ্যমে উচ্চফলনশীল রফতানিযোগ্য এবং শিল্পে ব্যবহার উপযোগী নতুন দশটি জাত উদ্ভাবন করে ব্যাপকহারে সম্প্রসারণ করা হচ্ছে।


বর্তমান বিশ্বে আলু উৎপাদনে বাংলাদেশ ৬ষ্ঠ অবস্থানে রয়েছে। বর্তমানে দেশের প্রায় ৫ লক্ষ হেক্টর জমিতে ১.০৬ কোটি মে.টন আলু উৎপাদিত হয়। উৎপাদিত আলুর মধ্যে ৮০ লক্ষ মে.টন দেশের চাহিদা পূরণ করতে সক্ষম। অবশিষ্ট ২০.০৬ লক্ষ মে.টন আলু রফতানিযোগ্য। রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা থাকায় গত ২০২০-২১ অর্থবছর হতে অদ্যাবধি আলু রফতানি অব্যাহত আছে। ইতোমধ্যে বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় চলমান অর্থবছর পর্যন্ত মালয়েশিয়া, সিঙ্গাপুর ও নেপালে বিএডিসি’র মাধ্যমে প্রায় ৬ হাজার ৮৪ মেট্রিক টন আলু রফতানি করা হয়েছে। আলু রফতানির জন্য সরকার একটি বৃহৎ আকারের পরিকল্পনাও ইতোমধ্যে গ্রহণ করেছে।


বক্তারা আরো বলেন, রাশিয়ান ফেডারেশন বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং ১৯৭১ সালেসংগঠিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রাশিয়া প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করে। ফলে দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক বিরজমান। রাশিয়া প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ হতে  এক লক্ষ মিলিয়ন মে.টন আলু রফতানি করে থাকে। বিএডিসি’র চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে উৎপাদিত আলুর গ্রহনযোগ্যতা থাকায় রাশিয়া বাংলাদেশ হতে আলু আমদানির বিষয়ে আগ্রহ ব্যক্ত করেছে। এর পরিপ্রেক্ষিতে দুই দেশের সরকারের সহযোগিতায় বাংলাদেশ থেকে রাশিয়ায় আলু রফতানি সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সম্পাদিত চুক্তির মেয়াদকাল চুক্তির তারিখ হতে ৫ বছর পর্যন্ত। সম্পাদিত চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান আর্থসামাজিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হবে।