আগুনের ঘটনায় কোনো সংস্থার অবহেলা থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:১৯ পূর্বাহ্ন, ৬ই এপ্রিল ২০২৩


আগুনের ঘটনায় কোনো সংস্থার অবহেলা থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ সদরদফতরে সংবাদ সম্মেলনে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবাজারের আগুনের ঘটনায় কোনো সংস্থার অবহেলা থাকলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।


বুধবার (৫ এপ্রিল) বিকেলে পুলিশ সদরদফতরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, বঙ্গবাজারের আগুনের ঘটনায় কোনো সংস্থার যদি অবহেলা থাকে তবে তা তদন্ত কমিটির মূল্যায়নে উঠে আসবে। কমিটির মূল্যায়ন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের বিচার হবে। ‌‌এ জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।


তিনি বলেন, ঝুঁকিপূর্ণ মার্কেট অপসারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ নয়, এই কাজটি করে রাজউক ও সিটি কর্পোরেশন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে রাজধানীর অনেক ভবনকে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে নোটিশ পাঠানো হয়েছিল। এসব ভবনের মধ্যে এ মার্কেটও একটি। 


ফায়ার সার্ভিস সদরদফতরে হামলার বিষয়ে তিনি বলেন, হামলার ঘটনায় অবশ্যই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি মামলা হবে। মামলা হলে তারপর আমরা দেখব।