রাজধানীর আরও কিছু মার্কেট ঝুঁকিতে: ফায়ার সার্ভিস মহাপরিচালক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৩ পূর্বাহ্ন, ৬ই এপ্রিল ২০২৩


রাজধানীর আরও কিছু মার্কেট ঝুঁকিতে: ফায়ার সার্ভিস মহাপরিচালক
কথা বলছেন ফায়ার সার্ভিস অধিদফরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন

বঙ্গবাজারে এনক্সো টাওয়ার ছাড়াও রাজধানী সুপারমার্কেট, গাউছিয়া নিউমার্কেটসহ বেশ কয়েকটি মার্কেট ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন   ফায়ার সার্ভিস অধিদফরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন। তিনি বলেন, ‘আগামীকাল থেকে এসব মার্কেট পরিদর্শন করবে ফায়ার সার্ভিস। ’ 


বুধবার (৫ এপ্রিল) সকালে বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম দেখতে সে তিনি একথা বলেন। 


এসময় ফায়ার সার্ভিসের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে এ ঘটনার তিনি জনগণের কাছে বিচার চান। 


ফায়ার সার্ভিস অধিদফরের মহাপরিচালক বলেন, বঙ্গবাজারের মালামাল বের করে রাস্তায় রাখার কারণে আশপাশের কয়েকটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। গোডাউনে প্রচুর পরিমাণে কাপড় মজুত থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।


জেবি/এসবি