খিলক্ষেতে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী আহত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩৮ পূর্বাহ্ন, ৬ই এপ্রিল ২০২৩


খিলক্ষেতে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী আহত
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেতে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়েছে শ্যামলী পরিবহনের একটি বাস।


বুধবার (৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার চালকসহ এক যাত্রী ও পাশে থাকা মোটরসাইকেল আরোহীসহ মোট তিনজন গুরুতর আহত হয়েছেন। 


উত্তরার জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. কামরুজ্জামান জানান, উত্তরা থেকে শ্যামলী এনআর পরিবহনের একটি ফাঁকা বাস দ্রুতগতিতে ঢাকায় ঢুকছিল। খিলক্ষেত এলাকায় লা মেরিডিয়ান হোটেলের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। হঠাৎ সামনে থাকা বাসটি সজোরে ব্রেক করায় পেছনে থাকা একটি প্রাইভেটকার ও একটি পিকআপ ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়। 


এ দুর্ঘটনায় মোট তিনজন আহত হয়েছেন। এর মধ্যে একজন সিএনজিচালক একজন যাত্রী ও অপরজন মোটরসাইকেল আরোহী।


শ্যামলী এন আর পরিবহনের ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। বাসটি খিলক্ষেত থানা পুলিশের হেফাজতে রয়েছে।