বঙ্গবাজারে পুড়ে যাওয়া কাপড় কিনলেন বুবলী


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৫:৪৯ পূর্বাহ্ন, ৬ই এপ্রিল ২০২৩


বঙ্গবাজারে পুড়ে যাওয়া কাপড় কিনলেন বুবলী
শবনম বুবলী

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকাহত পুরো দেশ। সামাজিক মাধ্যমজুড়ে এখন শুধুই আহাজারি। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোকে স্তব্ধ শোবিজ অঙ্গনও। তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে উঠেছে তাদের শোকবার্তা ও প্রার্থনা।


এবার সেই তালিকায় নাম উঠল জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর। তবে একটু ভিন্নভাবে। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পুড়ে যাওয়া কাপড় কিনে নিয়েছেন।


বিষয়টি নিয়ে ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট দিয়ে তিনি। বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘বঙ্গবাজারের পুড়ে যাওয়া কিছু কাপড় আজ কিনে নিলাম বিদ্যানন্দের কাছ থেকে। যে টাকা পৌঁছে দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। সবাইকে অনুরোধ করা হচ্ছে কিছু পুড়ে যাওয়া কাপড় কিনে হলেও ক্ষতিগ্রস্থদের পাশে থাকতে।’