সংসদে রাষ্ট্রপতির শেষ ভাষণ আগামীকাল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৫৭ পূর্বাহ্ন, ৬ই এপ্রিল ২০২৩


সংসদে রাষ্ট্রপতির শেষ ভাষণ আগামীকাল
ছবি: জনবাণী

জাতীয় সংসদের ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে বিশেষ অধিবেশন বসছে আগামীকাল বৃহস্পতিবার (৬ মার্চ)। এদিন অধিবেশন শুরু হবে সকাল ১১টায়। 


অধিবেশন শুরুর দিন বৃহস্পতিবার স্বাভাবিক কার্যক্রম চললেও দ্বিতীয় দিনে শুরু হবে বিশেষ অধিবেশন। এদিন (শুক্রবার) বিকাল ৩টায় বসবে সংসদের বৈঠক। এ বৈঠকে রাষ্ট্রপতি আবদুল হামিদ স্মারক বক্তৃতা দেবেন। বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের এটিই হবে সংসদের শেষ ভাষণ। কারণ আগামী ২৩ এপ্রিল তার দুই টার্মের মেয়াদ শেষ হতে যাচ্ছে।


রাষ্ট্রপতির ভাষণের পরদিন শনিবার সকালে শুরু হবে সংসদের বৈঠক। ওই বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের সুবর্ণ জয়ন্তী ১৪৭ বিধিতে সাধারণ প্রস্তাব তুলবেন। এরপর তিনি ওই প্রস্তাব সাধারণের ওপর আলোচনা করবেন।


করোনাকালের ধারাহিকতায় এবারও এমপিদের কোভিড-১৯ টেস্ট করে সংসদ অধিবেশনে যোগ দিতে হবে। এছাড়া সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে করোনার নমুনা পরীক্ষা করতে হবে।


এর আগে ২০২০ সালের নভেম্বরে বাংলাদেশের সংসদের ইতিহাসে প্রথমবারের মতো বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ওই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। ওই সময় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে স্মারক বক্তৃতা দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।