জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসছে আজ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:০১ অপরাহ্ন, ৬ই এপ্রিল ২০২৩


জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসছে আজ
জাতীয় সংসদ ভবন

জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল)। সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা ১১  এ  অধিবেশন বসবে।


এর আগে ২১ মার্চ সংবিধানেরত ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশন আহ্বান করেন।


এটি একাদশ জাতীয় সংসদেরর ২২তম অধিবেশন এবং জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি  ‘সুবর্ণজয়ন্তী’ উপলক্ষী বিশেষ অধিবেশন। এই অধিবেশন চলবে চার থেকে ৫ কর্ম দিবস। 


এ প্রসঙ্গে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ১৯৭৩ সালের ওইদিন জাতীয় সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে আমরা বর্তমান জাতীয় সংসদের ৫০ বছর অর্থাৎ সুবর্ণজয়ন্তী পালন করতে যাচ্ছি। জাতীয় সংসদের জন্য দিনটি গুরুত্বপূর্ণ।