শাকিব খান কার জন্য নায়ক হতে পেরেছেন, জানালেন ওমর সানী


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯:৪০ অপরাহ্ন, ৬ই এপ্রিল ২০২৩


শাকিব খান  কার জন্য নায়ক হতে পেরেছেন, জানালেন ওমর সানী
ওমর সানী - মৌসুমী - শাকিব

মৌসুমীর কারণে নায়ক হতে পেরেছেন শাকিব খান; মৌসুমী না চাইলে শাকিব নায়ক হতে পারতেন না বলে জানিয়েছেন ওমর সানী।  তিনি বলেন, শুধু তাই নয়,  মৌসুমী-সানী দম্পতির ড্রয়িংরুম থেকে শাকিবের যাত্রা শুরু হয়েছিল। 


সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মৌসুমীর স্বামী অভিনেতা ওমর সানী এসব কথা বলেন।


তিনি বলেন, আমি ও মৌসুমী এই ছেলেটার (শাকিব) সবচেয়ে কাছের মানুষ। আমার ঘর থেকে তার যাত্রা শুরু হয়েছিল।


সানী আরও বলেন, সোহান সাহেব তাকে নিয়ে যখন শুরু করেন। আমার শ্যালিকা ইরিন ওর প্রথম হিরোইন। মৌসুমী তখন তার ইচ্ছার কথা সোহান সাহেবকে যদি না বলত এবং সোহান সাহেব যদি না করতেন, তাহলে রানা নামের সেই ছেলেটি আজ শাকিব হতো না।


শাকিব খান সামাজিকতা মেনে চলেন না বলেও অভিযোগ করেন এ অভিনেতা।


জেবি/এসবি