পুলিশের নিয়ন্ত্রণে বঙ্গবাজার মার্কেট
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:০১ অপরাহ্ন, ৬ই এপ্রিল ২০২৩
রাজধানীর বঙ্গবাজারে আগুনে পুড়ে যাওয়া পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে পুলিশ। যথাযথ কারণ ছাড়া কাউকেই ভেতরে ঢুকতে দিচ্ছে না তারা।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে গিয়ে এ চিত্র দেখা গেছে।
দেখা যায়, এনেক্সকো টাওয়ারের সামনে এবং হানিফ ফ্লাইওভারের নিচে ব্যারিকেড দিয়ে সর্বসাধারণের প্রবেশ বন্ধ করে দিয়েছেন পুলিশ সদস্যরা।
দায়িত্বরত পুলিশ সদস্যরা জানায়, উৎসুক জনতা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং ব্যবসায়ীদের মালামাল যাতে চুরি না হয় এজন্য আগুনে পুড়ে যাওয়া এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. রাসেল বলেন, এলাকাটি পুলিশ নিয়ন্ত্রণে নেয়। গত দুই দিন অনেক ভাসমান ও ছিন্নমূল মানুষ এখানে ঢুকে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। তাই ব্যবসায়ীদের মালামাল রক্ষা করতে সর্বসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে বঙ্গবাজার মার্কেটে এখন আর কোনো দৃশ্যমান আগুন নেই। তবে পোড়াস্তূপ থেকে এখনো ধোঁয়া উঠছে। বর্তমানে ফায়ার সার্ভিসের সদস্যদের ডাম্পিং ডাউনের (আগুন পুরোপুরি নেভানো) কাজ করতে দেখা যায়।
সকাল ১০টার দিকে দেখা যায়, বঙ্গবাজার মার্কেটের পোড়াস্তূপ থেকে সাদা ধোঁয়া উঠছে। ফায়ার সার্ভিসের সদস্যরা বঙ্গবাজারে পোড়াস্তূপের মধ্যে কোথাও আগুন আছে কিনা সেটি খুঁজে পানি ছিটাচ্ছেন। এছাড়া এনেক্সকো টাওয়ারের মধ্যেও তাদের পানি ছিটাতে দেখা যায়।