যারা হলেন সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:১৩ অপরাহ্ন, ৬ই এপ্রিল ২০২৩
জাতীয় সংসদের ২২তম ও বিশেষ অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলী নির্বাচিত কর হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।
অধিবেশনের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেন। তারা হলেন, এএইচএন আসিকুর রহমান, আসাদুজ্জামান নূর, মোকবুল হোসেন, কাজী ফিরোজ রশিদ ও কানিস ফাতিমা।
সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিতিতে অধিবেশনে সভাপতিমণ্ডলীর এই সদস্যরা নামের অগ্রবর্তিতা অনুযায়ী সভাপতিত্ব করবেন।
আজকের চলতি অধিবেশনের শুরুতেই স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদের এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭৩ সালে নির্বাচনের পর ৭ এপ্রিল জাতীয় সংসদের যাত্রা শুরু হয়। এ বছর জাতীয় সংসদের ৫০ বছরপূর্তি ও সুবর্ণজয়ন্তী। এ উপলক্ষে রাষ্ট্রপতি এ বিশেষ অধিবেশন আহ্বান করেছেন।