যাত্রাবাড়ী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৮ পূর্বাহ্ন, ৭ই এপ্রিল ২০২৩


যাত্রাবাড়ী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিকেল সংলগ্ন যাত্রী ছাউনি থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৬ এপ্রিল) তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।


যাত্রাবাড়ী থানার এসআই সন্তোষ বালা বলেন, আমরা আশপাশের লোকজনের কাছে খোঁজ-খবর নিয়েছি। কিন্তু তারা এই ব্যক্তির বিষয়ে কিছু বলতে পারেননি। আমরা সিআইডির ক্রাইম সিনকে খবর দিয়েছি। সিআইডির ক্রাইম সিনের মাধ্যমে ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।