৩ দিনেও নির্বাপণ হয়নি বঙ্গবাজারের আগুন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:০৪ পূর্বাহ্ন, ৭ই এপ্রিল ২০২৩
অগ্নিকাণ্ডের তিন দিন পার হলেও এখনও রাজধানীর বঙ্গবাজারের আগুন নির্বাপণে কাজ করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২ টি ইউনিট বঙ্গবাজার এলাকায় কাজ করছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ আগুন সম্পূর্ণ নির্বাপণ না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন এখনো সম্পূর্ণ নির্বাপণ করা যায়নি। দুইটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আগুন নির্বাপণ হলে আমরা জানিয়ে দিব। আমরা মূলত এখন ডাম্পিংয়ের কাজ করছি।
ঘটনাস্থলে কর্মরত ফায়ার ফাইটাররা সাংবাদিকদেরকে জানান, বঙ্গবাজার মার্কেটে এখন আর আগুন নেই। মাঝে মধ্যে অল্প ধোঁয়া দেখা যাচ্ছে। তবে এনেক্সকো টাওয়ারের ৫ তলায় মালামাল সরানোর সময় ছোট ছোট আগুন দেখা যাচ্ছে। সেগুলো আমরা নেভানোর চেষ্টা করছি।
সরেজমিনে এনেক্সকো টাওয়ারে দেখা যায়, আগুন লাগার তৃতীয় দিনেও সেখান থেকে পোড়া ও বেঁচে যাওয়া মালামাল সরানো হচ্ছে। কেউ কেউ ওপর থেকে মালামাল নিচে ফেলছেন, আবার কেউ মাথায় করে নিচে নিয়ে আসছেন।
বঙ্গবাজার মার্কেটের এক পাশের রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখেছে পুলিশ। এর ফলে এনেক্সকো মার্কেটের সামনে থেকে বঙ্গবাজার মার্কেটগামী রাস্তাটিতে চলাচল বন্ধ রয়েছে।
শাহবাগ থানার এসআই আব্দুল্লাহ বলেন, দুর্ঘটনাস্থলে সর্বসাধারণের যাতায়াত সীমিত করার জন্য এই ব্যারিকেড দেওয়া হয়েছে।