আল্লুর জন্মদিনে ‘পুষ্পা টু’র টিজার


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫:৩২ পূর্বাহ্ন, ৭ই এপ্রিল ২০২৩


আল্লুর জন্মদিনে ‘পুষ্পা টু’র টিজার
আল্লু অর্জুন

দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ বক্স অফিসে ঝড় তুলেছিল। এবার মুক্তির অপেক্ষায় রয়েছে ‘পুষ্পা: দ্য রাইজ’র  দ্বিতীয় কিস্তি। কবে মুক্তি পাবে পুষ্পা টু, অনুরাগীদের মুখে এখন একটাই প্রশ্ন।


এদিকে, কাকতালীয় ভাবে, রাশ্মিকা মান্দানাও টুইটারে প্রশ্ন রেখেছেন — ‘কোথায় পুষ্পা?’ সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে এই পোস্টারে। তবে কি সত্যিই খুঁজে পাওয়া যাচ্ছে না ‘পুষ্পা’কে? না কি এটাই সিনেমার প্রচারের কৌশল?


এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে বলছে, ৭ এপ্রিল নাকি প্রকাশ পেতে চলেছে ‘পুষ্পা: দ্য রুল’ ছবির প্রথম ঝলক। এদিন বিকেল ৪ টা ৫ মিনিটে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হবে সেই ঝলক।


৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিন। সেই উপলক্ষেই প্রথম ঝলক প্রকাশের পরিকল্পনা সিনেমার পরিচালকদের। তবে মুক্তি কবে, তা নিয়ে এখনও কোনো তথ্য মেলেনি তারকা বা নির্মাতাদের পক্ষ থেকে।