যুব মহিলা লীগের ইফতার মাহফিলে মসিক মেয়র টিটু
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:২৩ পূর্বাহ্ন, ৭ই এপ্রিল ২০২৩

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে শহরের চরপাড়া মেডিকেল কলেজের বিপরীতে জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক স্বপ্না খন্দকারের নেতৃত্বে দোয়া ও ইফতার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু।
এ সময় মেয়র অসহায়, দিনমজুর ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্বপ্না খন্দকারকে ধন্যবাদ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহজালাল হৃদয়, সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান রানা, সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুম আহম্মদ, জেলা যুবলীগের নেতা ইমরুল বাবু, মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল হাসান প্রমুখ।