রবিবার পর্যন্ত হজ নিবন্ধনের সুযোগ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:২৯ পূর্বাহ্ন, ৭ই এপ্রিল ২০২৩


রবিবার পর্যন্ত হজ নিবন্ধনের সুযোগ
ফাইল ছবি

কোটা পূর্ণ না হওয়ায় হজযাত্রীদের নিবন্ধনের সময় সময় রবিবার (৯ এপ্রিল) পর্যন্ত বাড়িয়েছে সরকার।


বৃহস্পতিবার (৬ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের হঅনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, বুধবার (৫ এপ্রিল) হজযাত্রী নিবন্ধনের সময় শেষ হলেও কোটা পূরণ না হওয়ায় রবিবার (৯ এপ্রিল) পর্যন্ত নিবন্ধন করা যাবে। এরপর হজযাত্রী নিবন্ধন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। কিন্তু হজে যেতে এখন পর্যন্ত সরকারি-বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন। সে হিসাবে কোটা পূরণ হতে আরও ৮ হাজার জনকে নিবন্ধন করতে হবে।


অতিরিক্ত সচিব বলেন, এখনও কোটার ৮ হাজার ফাঁকা থাকলেও সরকারি-বেসরকারি ৩ হাজারের বেশি হজ গাইডকে সৌদি আরবে পাঠাতে হবে। তাদের জন্য কিছু কোটা সংরক্ষণ করা আছে। ফলে এখন পর্যন্ত সব মিলিয়ে ৪ হাজার কোটা ফাঁকা থাকতে পারে।