৯ মাসে পদ্মা সেতুর টোল আদায় ৬০৩ কোটি ৭৬ লাখ টাকা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৪৫ পূর্বাহ্ন, ৭ই এপ্রিল ২০২৩
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু থেকে গত ৯ মাসে ৬০৩ কোটি ৭৬ লাখ টাকা টোল আদায় হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু চালুর পর গত ৩১ মার্চ পর্যন্ত ৬০৩ কোটি ৭৬ লাখ টাকা টোল আদায় করা হয়েছে।
সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বর্তমানে দেশে সড়ক দুর্ঘটনা রোধে কোনো গবেষণামূলক কার্যক্রম চলমান নেই। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ৩৬০ মিলিয়ন ডলারের ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা কর্মসূচি প্রকল্প’ প্রস্তুত করা হয়েছে, যার অনুমোদন প্রক্রিয়াধীন।
সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে কাদের বলেন, ঢাকা মহানগরে বিআরটিসিসহ বেসরকারি বিভিন্ন পরিবহন কোম্পানির প্রায় ৬ হাজার বাস চলাচল করে। বিআরটিসির কিছু সংখ্যক রুটে ই-টিকেটিং চালু আছে।