ফাঁকা বাস কাউন্টার, অনলাইনে টিকিট বিক্রি বেশি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:২৮ পূর্বাহ্ন, ৮ই এপ্রিল ২০২৩
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার কাউন্টারগুলোতে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। কিন্তু টিকিট বিক্রির প্রথম দিনেই কাউন্টারগুলো বেশিরভাগই যাত্রীশূন্য। পরিবহন শ্রমিকদের ভাষ্যমতে, টিকিট বিক্রি বেশি হচ্ছে অনলাইনে। ফলে কাউন্টারগুলোতে কমেছে যাত্রীর চাপ। নেই সেই চিরচেন রূপ।
শুক্রবার (৭ এপ্রিল) রাজধানীর গাবতলী ও কল্যাণপুর বাস টার্মিনাল ঘুরে এ চিত্র দেখা গেছে।
সরজমিনে দুটি কাউন্টার ঘুরে দেখা গেছে, আজ থেকে ঈদযাত্রায় অগ্রীম টিকিট দেওয়া হলেও বাস কাউন্টারগুলোতে এর কোনো প্রভাব নেই। নেই যাত্রীদের কোনো চাপ। অধিকাংশ কাউন্টারে পরিবহন শ্রমিকরা অলস সময় পার করছেন।
পরিবহন শ্রমিকরা বলেন, এবার ঈদের অগ্রিম টিকিট বিক্রিতে অনলাইনকে প্রধান্য দেওয়া হয়েছে। ফলে চাপ কমেছে কাউন্টারে।
গাবতলীতে কথা হলে পরিবহন শ্রমিক আব্দুল কাদের বলেন, ‘অনলাইনে টিকিট বিক্রির কারণে এবার কাউন্টারে কোনো চাপ নেই। প্রতিবছর এই সময় কাউন্টারে পা ফেলার জায়গা থাকে না। আর এবার তার পুরোপুরিই ভিন্ন। ঈদের টিকিট তো দূরের কথা সচরাচর যে যাত্রীরা যাতায়াত করে বর্তমানে তাও নাই।’
হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার বলেন, ‘অধিকাংশ মানুষ এসে ২০ তারিখের টিকিট চাইছেন। সকাল থেকে যারা টিকিট নিয়েছেন তাদের বেশির ভাগই ২০ তারিখের টিকিট। এক দিনের টিকিটের এত চাপ থাকলে আমরা দেব কোথা থেকে। আমাদের তো গাড়ি এবং সিট অনুযায়ী টিকিট দিতে হবে।
চাঁদ দেখা সাপেক্ষে ২২ এপ্রিল শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ঈদের সরকারি ছুটি শুরু হবে ২১ এপ্রিল শুক্রবার থেকে। ১৯ এপ্রিল বুধবার শবে কদরের সরকারি ছুটি। সেই হিসেবে ১৯ থেকে ২১ এপ্রিলের বাসের টিকিটের চাহিদা থাকবে সবচেয়ে বেশি।