বঙ্গবাজারের বরিশাল প্লাজায় আগুন: ২ জনকে ঢামেকে ভর্তি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৪৮ অপরাহ্ন, ৮ই এপ্রিল ২০২৩
রাজধানীর বঙ্গবাজারের পর এবার বরিশাল প্লাজায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আহত দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়া দুই জন হলেন, সুমন মিয়া (২৭) ও আমিনুর রহমান (৩২)।
শনিবার (৮ এপ্রিল) সকালে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মোহম্মদ বাচ্চু মিয়া।
এর আগে এদিন সকাল ৮টা ৫ মিনিটে সেখানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পৌনে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।