বায়ুদূষণে আজ ঢাকার অবস্থান দ্বিতীয়
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:১৯ পিএম, ৮ই এপ্রিল ২০২৩

বায়ুদূষণে আজ ঢাকার অবস্থান দ্বিতীয় রয়েছে বলে বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার এ তথ্য জানায়িছে।
শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টার দিকে ১৮৩ স্কোরে বিশ্বের দূষিত শহর হিসেবে তালিকার দ্বিতীয় অবস্থানে ঢাকা।
এদিন ২৬৭ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার প্রথম স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। ১৮৩ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
১৭৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৬৯ স্কোর নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। এ ছাড়া একইসময়ে একিউআই স্কোর ১৬১ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তানের করাচি।
১৪৬ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে মায়ানমারের ইয়াঙ্গুন। ১৩৭ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে চীনের হ্যাংজু। ১৩৪ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে ভারতের মুম্বাই। ১৩৪ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে চীনের উহান।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

অবিরাম বৃষ্টিতে পেঁয়াজের ঝাঁজ, বেড়েছে ডিম-মুরগি ও সবজির দাম

অন্তর্বর্তী সরকারের সাফল্য-ব্যর্থতায় মোড়ানো এক বছর

নির্বাচনে ড্রোন ওড়ানো যাবে না, এআই ব্যবহারে নিষেধাজ্ঞা

সাবেক সিইসি রকিবউদ্দীনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
