প্রকাশ্যে ‘পুষ্পা টু’ সিনেমার প্রথম পোস্টার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩:৩৫ পূর্বাহ্ন, ৯ই এপ্রিল ২০২৩
দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘পুস্পা’। ২০২১ সালে মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল সিনেমাটি। ফের ধামাকা নিয়ে আসছেন দক্ষিণের জনপ্রিয় এই অভিনেতা।
সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘পুষ্পা টু : দ্য রুল’ সিনেমার প্রথম পোস্টার। মূলত আল্লু জন্মদিন উপলক্ষেই এই পোস্টারটি প্রকাশ করা হয়েছে। আর সেই পোস্টারে আল্লু আর্জুনের লুক দেখে রীতিমতো চমকে উঠেছেন নেটজনতারা। আসলে কী হতে চলেছে এর দ্বিতীয় কিস্তিতে!
প্রকাশিত পোস্টারে দেখা যায়, আল্লুর শরীরে লেবুর মালা, ফুলের মালা, চন্দন এবং গলায় ভারী গয়না। হাতে চুড়ি, নীল শাড়ি এবং সারা শরীর ও মুখে নীল রঙ।
তার ডান হাতে রয়েছে বন্দুক। তার এমন লুক দেখে নেটজনতার আন্দাজ করেই নিয়েছেন এবার আরও বড় কিছু হতে চলেছে পুস্পা টুতে।
এই সিনেমার হিন্দিসহ তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে। সিনেমায় আল্লু অর্জুন ছাড়া আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল। চলতি বছরের শেষে অথবা আগামী বছরে মুক্তি পাবে সিনেমাটি।