মেসির বাসায় চুরির চেষ্টা!


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৫:০২ পূর্বাহ্ন, ৯ই এপ্রিল ২০২৩


মেসির বাসায় চুরির চেষ্টা!
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসির বাসায় অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি চুরির চেষ্টা চালিয়েছেন। বার্সেলোনা শহরের কাস্তেলদেফেস অঞ্চলে তার বাড়িতে এই ঘটনা ঘটে। 


জানা গেছে, বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে দুজন অজ্ঞাতনামা ব্যক্তি মেসির বাড়িতে  গিয়ে দরজা ও জানালা ভেঙে মেসির বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করেন। পরে পুলিশ আসার আগেই চোরের পালিয়ে যায়। চোরদের এই আসা-যাওয়ার ভিডিও ধরা পড়ে মেসির বাসায় থাকা সিসিটিভি ক্যামেরায়। 


বার্সেলোনায় থাকা মেসির ওই বিলাসবহুল এ বাড়িতে রয়েছে একটি ফুটবল খেলার মাঠ আছে। বাগানের মধ্যে এমন ব্যবস্থা করা আছে, যেখানে পরিবার নিয়ে রাতের খাবারও খাওয়া যাবে। এ ছাড়া তার বাসায় সুইমিং পুল ও বারবিকিউ করার আলাদা জায়গাও রয়েছে 


ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেওয়ার আগে কাতালান ক্লাব বার্সেলোনায় ২১ বছর পার করেন মেসি। ক্যারিয়ারের বেশির ভাগ সাফল্য এ ক্লাবেই পেয়ে মেসি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কিংবদন্তি হিসেবে। বার্সার মাঠ ক্যাম্প ন্যু থেকে তার বাসার দূরত্ব ২০ কিলোমিটার। 


জেবি/এসবি