ট্রাক-পিকআপ সংঘর্ষে ৩ জনের প্রাণহানি
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:২১ অপরাহ্ন, ৯ই এপ্রিল ২০২৩

জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষে ৩ জনের প্রাণহানি হয়েছে।
রবিবার (৯ এপ্রিল) উপজেলার মালঞ্চ এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন।
তিনি জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহগুলো উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া ট্রাক ও পিকআপ পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে তিনি নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।
জেবি/এসবি