জানতাম না এই সিনেমা করতে গিয়ে সন্তানের মা হয়ে যাব: পরীমণি


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯:০৭ অপরাহ্ন, ৯ই এপ্রিল ২০২৩


জানতাম না এই সিনেমা করতে গিয়ে সন্তানের মা হয়ে যাব: পরীমণি
পরীমণি

ঢালিউডেরর আলোচিত অভিনেত্রী পরিমণী।  সম্প্রতি তার অভিনেত্রী 'মা' সিনেমার পোস্টার উন্মোচন করেছেন তিনি। সিনেমাটি বানিয়েছেন অরণ্য আনোয়ার। এই সিনেমার সঙ্গে অনেক আবেগ জড়িয়ে রয়েছে পরীর। কারণ, সে সময় তিনি নিজেও চার মাসে আন্তঃসত্ত্বা ছিলেন। 


তবে ছবিটিতে সাইন করার সময়ই বুঝতে পারেননি এটি করতে গিয়ে পরীও একজন সন্তানে মা হয়ে যাবেন। শনিবার (৮ এপ্রিল) পোস্টার উন্মোচন অনুষ্ঠানে এমনটাউ জানালেন এই নায়িকা।


তবে সিনেমাটি যখন সাইন কারার সময় বুঝত পারেননি এই সিনেমা করতে গিয়ে তিনিও একজন সন্তানের মা হয়ে যাবেন। সম্প্রতি পোস্টার উন্মোচন অনুষ্ঠানে এমনটাই জানালেন এই অভিনেত্রী।


পরীমণি বলেন, জেল থেকে বেরিয়ে আমি দুটো সিনেমা সাইন করেছিলাম। আমি আর রাজ যে সিনেমা করেছিলাম ‘গুণিন’ এবং ‘মা’। আমাদের আগে শুটিং হয় গুণিনের, যে সিনেমার মাধ্যমে আসলে রাজ্যের বাবার সঙ্গে আমার পরিচয় হয়।


তিনি আরও, গুণিনের কিছুদিন পরেই আমরা আরেকটা সিনেমা করি, আর সেটা হচ্ছে ‘মা’। আমি কিন্ত সত্যি তখন জানতাম না যে, এই সিনেমাটা আসলে যখন করতে যাব, তখন আমিও একজন সন্তানের মা হয়ে যাব। কিন্তু এটা হয়ত প্রকৃতি চেয়েছে, ওপরওয়ালা চেয়েছেন, তাই হয়েছে। আর এটা একজন মায়ের জন্য অনেক বড় ব্যাপার।