কাজলের মেয়ে নায়সার প্রেমিকের পরিচয় মিলল


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯:৫৯ অপরাহ্ন, ৯ই এপ্রিল ২০২৩


কাজলের মেয়ে নায়সার প্রেমিকের পরিচয় মিলল
প্রেমিক ও মায়ের সঙ্গে নায়সা

অজয় দেবগান ও কাজলের একমাত্র মেয়ে নায়সা দেবগান। ১৯ বছর বয়সে পা দিয়েছেন তিনি। এই মুহূর্তে পড়াশোনা নিয়েই ব্যস্ত সময় পার করছেন নায়সা। এখনো বলিউডে পা রাখেননি। তবু নায়সা সব সময়ই থাকেন প্রচারের আলোয়। শুধু কি তারকাসন্তান হওয়ার সুবাদে? 


এ প্রসঙ্গে কাজলের দাবি, তার মেয়ে স্বতন্ত্র ব্যক্তিত্বেই উজ্জ্বল। সব সময় বন্ধুবান্ধব নিয়ে হইহুল্লোড় কিংবা নিশিযাপনের অনুষ্ঠান— সর্বত্র মধ্যমণি অজয়-কন্যা।  তার জন্মদিন ২০ এপ্রিল, খানিকটা আগেই উদযাপন করছেন তারা। এর মাঝে প্রকাশ্যে নায়সার  ২৫ বছর বয়সী এক প্রেমিক।


জানা গেছে, বিনোদন জগতের অনেকের সঙ্গে তার উঠাবসা। নাম বেদান্ত মহাজন। পেশায় তিনি ইভেন্ট ম্যানেজার। শোনা গেছে, লন্ডনের এই কোটিপতি তরুণের প্রেমেই পড়ছেন কাজল কন্যা। বন্ধু ওরহানের সঙ্গে মাঝেমধ্যেই দেখা মিলেছে এই তরুণের। বছর ২৫-এর বেদান্তের গল্প সিনেমার থেকে কম কিছু নয়।


এদিকে, পানশালায় পার্টি, ডিস্কোতে নিশিযাপন কাজল-কন্যার যে বেশ পছন্দ, এটা সাবাই জানে। অপর দিকে, বেদান্তের শুরুটা হয়েছিল সেভাবেই। ২০১৫ সালে লন্ডনে পড়ার সময় ঠিক করলেন বন্ধুবান্ধবের নিয়ে পানশালায় পার্টি করবেন। কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। তারপর নিজের সংস্থা খোলেন। দেশে-বিদেশে মূলত দক্ষিণ এশিয়ার ছেলেমেয়েদের পার্টির ব্যবস্থাপনা করে থাকেন। 


আরও শোনা যাচ্ছে, এমনই এক পার্টিতেই আলাপ নায়সার সঙ্গে। যদিও সম্পর্কের বিষয়ে নায়সা কিংবা বেদান্ত, কেউ এই প্রসঙ্গে কিছু জানায়নি।