৪০ জেলায় তীব্র তাপদাহ থাকবে ৫ দিন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:০১ অপরাহ্ন, ৯ই এপ্রিল ২০২৩


৪০ জেলায় তীব্র তাপদাহ থাকবে ৫ দিন
ফাইল ছবি

দেশের ৪০টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আরও ৫ দিন অব্যাহত থাকতে পারে।


রবিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, দেশের ১৩টি জেলা, খুলনা বিভাগের ১০টি এবং বরিশাল বিভাগের ৬টি জেলাসহ দেশের বিভিন্ন এলাকা দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।


তিনি আরও জানান, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী দুই দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।


আজ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোনো সতর্কবাতা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।