এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন তাহসান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ৯ই এপ্রিল ২০২৩
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। নিজের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমেও সামিল হওয়ার চেষ্টা করেন।
তারই ধারাবাহিকতায় শনিবার (৮ এপ্রিল) এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন এই তারকা। স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন বিষয়টি জানিয়েছে।
সংস্থাটি রবিবার (৯ এপ্রিল) সকালে তাদের ফেসবুক পেজে শিশুদের সঙ্গে তাহসানের একটি ছবি পোস্ট করে লিখেছে, ‘আহারটা অনেকেই করতে চায় না অভাবী মানুষের পাশে বসে। কাজ শেষে চলে যেতে চান ইমার্জেন্সি কোনো কাজের অযুহাতে। অন্যকে আহার করানো যত সহজ, পাশে বসে করা তারচেয়ে বহুগুণে কঠিন। সবাই মানুষ, তবুও কিসে যেন বাধা।
আরও লিখেছে, ‘বিদ্যানন্দ এই প্রথা ভাঙ্গতে চায়। একই সঙ্গে ইফতার করে পাশাপাশি বসে, উপভোগ করে সময়টুকু। তারকা ব্যক্তিত্ব তাহসান আজও এতিম শিশুদের মাঝে ইফতার করেছেন।’