ঈদে ১২ দিন ২৪ ঘণ্টা ফিলিং স্টেশন খোলা থাকবে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:২৭ এএম, ১০ই এপ্রিল ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের আগে পাঁচ দিন ও পরে সাত দিন ২৪ ঘণ্টা ফিলিং স্টেশন খোলা থাকবে।
রবিবার (৯ এপ্রিল) বনানীর বিআরটিএ প্রধান কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যার যার যে দায়িত্ব তিনি সেভাবে পালন করুন। এটা হলো আপনাদের কাছে আমার অনুরোধ।
কাদের বলেন, সবচেয়ে বড় ঘাটতি আমাদের শৃঙ্খলার। সড়কে সেটা কার্যকর হয়নি। পরিবহনেও হয়নি। আরও অনেক জায়গায় ছয় লেন বা আট লেন করার পরিকল্পনা আছে। তবে ডিসিপ্লিন কীভাবে কার্যকর করতে পারা যাবে সেটাই সবচেয়ে চ্যালেঞ্জ। ডিসিপ্লিন থাকলে যানজট ও দুর্ঘটনা কমবে।
নবীনগর ও চন্দ্রার যানজটের অভিজ্ঞতার কথা তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, সেখানে রাত পার হয়ে ভোর হয়ে যায়। সড়কে আনফিট গাড়ি থাকে। চালক অতিরিক্ত গাড়ি চালিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই সময় নষ্ট হয়।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

অবিরাম বৃষ্টিতে পেঁয়াজের ঝাঁজ, বেড়েছে ডিম-মুরগি ও সবজির দাম

অন্তর্বর্তী সরকারের সাফল্য-ব্যর্থতায় মোড়ানো এক বছর

নির্বাচনে ড্রোন ওড়ানো যাবে না, এআই ব্যবহারে নিষেধাজ্ঞা

সাবেক সিইসি রকিবউদ্দীনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
