লেখাপড়া শুরু করেছেন হিরো আলম


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬:৩১ পূর্বাহ্ন, ১০ই এপ্রিল ২০২৩


লেখাপড়া শুরু করেছেন হিরো আলম
ছবি: ফেসবুক থেকে নেওয়া

আলোচিত ইউটিউবার হিরো আলম পড়ালেখা শুরু করেছেন। শুনলে অবাক লাগতেই পারে কিন্তু এবার আসলেই তিনি বাসায় শিক্ষক রেখে পড়াশুনা করছেন।


সম্প্রতি এক ফেসবুক পোষ্টে হিরো আলম জানিয়েছেন, নিজের জন্য বাসায় একজন শিক্ষক রেখেছেন। তার কাছে পড়াশোনা শিখছেন। নিজের কথায় আঞ্চলিকতার যে টান এসে যায়, সেটি উত্তরোনের চেষ্টা করছেন হিরো আলম।


হিরো আলম বলেন, আমার বাড়ি উত্তরাঞ্চলের বগুড়া জেলা হওয়ায় ভাষায় আঞ্চলিকতার টান চলেই আসে। সেটি পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন অনেকে। তাছাড়া আমার কিছু উচ্চারণে সমস্যা আছে, সবাই বলে হিরো আলম সবকিছু পরিবর্তন করতে পারে। এটিও পারবে। সে জন্য নিজেকে আমি পরিবর্তন করার চেষ্টা করছি। দেখি কতদূর পরিবর্তন হতে পারি। আমার কথা নিয়ে যেহেতু মানুষের এত প্রবলেম, সেটাই আগে ঠিক করব।


তিনি বলেন, অনেকে পরামর্শ দিয়েছেন আমি পড়ালেখা শিখি, সুশিক্ষিত হই। সেই পরামর্শকে গুরুত্ব দিয়ে অফিসে শিক্ষক রেখে একটু একটু করে শেখার চেষ্টা করছি। অনেকে আমাকে উন্মুক্ত বিশ্ববিদালয়ে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন। 


হিরো আলম আরো বলেন, আমি বিশ্বাস করি আমার কিছু দুর্বলতা আছে। সেগুলো পরিবর্তন করলে আর কোনো সমস্যা হবে না। আমাকে নিয়ে কেউ আর কথা বলতে পারবে না। কেউ রুচির দুর্ভিক্ষে পড়বে না। রুচির দুর্ভিক্ষ কাটাতে লেখাপড়ার দিকে মনোযোগ দিয়েছি।


যদিও যে শিক্ষকের কাছে হিরো আলম পড়াশোনা শিখছেন, তার পরিচয় দিতে চান না তিনি। তার কথা, শিক্ষকের পরিচয় এখন দিতে চাই না। সময় আসলে আমি বলে দেব। এখন আপাতত বলতে চাচ্ছি না।