কলকাতার পথে লিটন


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৬:৩১ এএম, ১০ই এপ্রিল ২০২৩


কলকাতার পথে লিটন
লিটন কুমার দাস

প্রথমবারের মতো আইপিএলে খেলতে যাচ্ছে লিটন কুমার দাস। রবিবার (৯ এপ্রিল) কলকাতা  উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তিনি।  শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে খেলবেন এ ক্রিকেটার।


সামাজিকমাধ্যম ফেসবুকে নিজেই সেই কথা জানিয়েছেন, এই উইকেট কিপার ব্যাটার। তিনি লিখেছেন, ‘রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। আমাকে আপনার প্রার্থনায় রাখুন!’


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের লিটন বলে বলেছেন, 'আমি জানি না যে ওখানে গিয়ে খেলব কি না। খেললেও ভালো খেলব কি না তার গ্যারান্টি নাই। এটা একটা শেখার প্রক্রিয়া। ২০-২৫ দিন বা যত দিনই থাকব চেষ্টা করব সবগুলো মাঠ সম্পর্কে ধারণা নেওয়ার। যা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে।'

সাকিবকে মিস করারর কথাও জানিয়েছেন লিটন। 


তিনি আরও বলেছেন, 'অবশ্যই খুবই ভালো লাগত। একসঙ্গে থাকতে পারতাম, শেয়ার করতাম, ভালো লাগত অবশ্যই। তবে কোনো কারণে হয়তো তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন।'


দেশ ছাড়ার আগে দুই দেশের ভক্তদের সমর্থনও চাইলেন লিটন। তিনি বললেন, 'আমার মনে হয়, এখানে আমাকে ভক্তরা যে সমর্থন দেয় তা ওখানেও দেবে। আশা করি ভালো কিছুই হবে। এটা আমার জন্য প্রথমবার আইপিএলে যাওয়া। অবশ্যই ভালো লাগছে। আমি খুশি। নিজের তেমন কোনো লক্ষ্য স্থির করিনি। সুযোগ পেলে ভালো খেলব।'