বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ২ লাখ টাকা দিলো ভোক্তা অধিদপ্তর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:১১ এএম, ১০ই এপ্রিল ২০২৩


বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ২ লাখ টাকা দিলো ভোক্তা অধিদপ্তর
ফাইল ছবি

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সরকারি এই সংস্থাটি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় ২ লাখ টাকা দিয়েছে।


রবিবার (৯ এপ্রিল) দুপুরে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকায় উপস্থিত হয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি ও বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির কাছে এ অনুদানের চেক হস্তান্তর করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জান।


সংস্থাটি তাদের সদর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন, অফিসার্স অ্যাসোসিয়েশনের অনুদান এবং অধিদপ্তরের এবারের ইফতার আয়োজন বাতিল করে মোট ২ লাখ টাকা অনুদান দিয়েছে।


চেক হস্তান্তর শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডিজি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। আমরা আমাদের সদর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীতের এক দিনের বেতন ও অ্যাসোসিয়েশনের অনুদান ও ইফতারের খরচের ২ লাখ টাকা দোকান মালিক সমিতির হাতে তুলে দিয়েছি।


তিনি আরও বলেন, আমাদের তদারকি অভিযানের কারণে অনেক ব্যবসায়ী মনে করেন, আমরা তাদের বিরুদ্ধে। আমরা যে তাদের পাশে আছি, সেটি বোঝানোর জন্য আমাদের এই প্রতীকী অংশগ্রহণ।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতো অনেকে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াচ্ছেন, উল্লেখ করে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করি, সবার নিরলস প্রচেষ্টায় বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়াবেন।


তিনি আরও বলেন, বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার জন্য আমার এবং বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। আইএফআইসি ব্যাংকের ওই অ্যাকাউন্টের নাম ‘বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সহায়তা তহবিল’। অ্যাকাউন্ট নম্বর হলো—০২০০০৯৪০৬৬০৩১। যারা সহায়তা পাঠাতে চান, এই নম্বরে ব্যাংকের মাধ্যমে বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন।