যে কারণে সব সময় পরীমণিকে ফোনে পাওয়া যাবে না


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯:২৯ পিএম, ১০ই এপ্রিল ২০২৩


যে কারণে সব সময় পরীমণিকে ফোনে পাওয়া যাবে না
পরীমণি

ঢাকাই ছবির আলোচিত অভিনেত্রী পরিমণি। গেল বছরের ১০ আগস্ট এ নায়িয়ার কোলজুড়ে আসে ছেলে রাজ্য। বর্তমানে ছেলে রাজ্যর বয়স প্রায় ৮ মাস। রাজ্যের জন্মের পর থেকে তাকে নিয়েই কাটছে পরীমনির জীবন।


সম্প্রতি হেলিকপ্টারযোগে প্রথমবার ছেলে কোলে নিয়ে বাবার বাড়ি গেছেন পরী। ছেলে ছোট্ট রাজ্যও প্রথমবার গেছে মামাবাড়ি। ছেলেকে প্রচণ্ড কেয়ার নেন পরীমণি। ছেলের জন্য অনেক ত্যাগও করেন তিনি। বর্তমানে মোবাইল ফোনটাও পাশে রাখেন না।


সোমবার (১০ এপ্রিল) এ নিয়ে নিজস্ব ফেসবুক টাইমলাইনে একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি।  


তিনি লিখেছেন, আমি আমার সাথে বা বেড রুমে আমার মোবাইল ফোন রাখিনা এখন। কারন, রাজ্য মোবাইল ফোন নোটিস করে নানা কারনেই। এটাতে ওর আগ্রহ বাড়ে এমন সব খুব সচেতন ভাবেই এড়িয়ে যেতে হচ্ছে। কারো সাথে কথা বলার সময় ছাড়া আমি মোবাইল ফোন রাজ্যের সামনে আনি না বললেই চলে।


পরী আরও লেখেছেন, তাই হয়তো সব সময় সব ফোন কল এটেন্ড করতে পারি না যখন তখন। আপনাদের দরকারে আমাকে একটা মেসেজ করে রাখবেন। আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব কল ব্যাক করার। 

আশা করবো বিষয়টি অবশ্যই আপনারা কেয়ার করবেন। থ্যাংক ইউ।